header banner

Digha : জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই বিপত্তি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বুধবার উদ্বোধন করা হবে বহু প্রতীক্ষিত দিঘার (Digha) জগন্নাথ মন্দির (Jagannatha Temple)। আর তার আগেই শনিবার ঘটলো বিপত্তি। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ল অস্থায়ী আলোক তোরণ। আর তারপরেই আরও বাড়তি সতর্কতা দিঘা জুড়ে। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে দিঘা জুড়ে চলছে প্রস্তুতি। চূড়ান্ত ব্যস্ত প্রশাসন।

{link}

জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে দীঘা শহরের রাস্তা, সৈকত সমস্ত কিছু মুড়িয়ে দেওয়া হয়েছে চন্দননগরের আলোকসজ্জায়। এরকম একটি অস্থায়ী আলোকসজ্জার তোরণ ভেঙে পড়ল রাস্তার ওপর। দিঘা নেহেরু মার্কেটের কাছে ১১৬ বি জাতীয় সড়কের ওপরে থাকা দমকা ঝড়ো হাওয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ভেঙে পড়া লোহার আলোক তোরণের চাপা পড়ে দু’টি টোটো ও একটি বাইক। সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্পবিস্তর আহত হয়েছেন কেউ কেউ, দাবি স্থানীয় সূত্রের। জানা যায়, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ সাময়িক দুর্যোগ পরিস্থিতি তৈরি হয় দিঘায়।

{link}

আচমকা ঝোড়ো বাতাস বইতে শুরু করে। কয়েক মুহুর্তের মধ্যে হাওয়াতে দুলতে দুলতে ভেঙে পড়ে আলোক তোরণটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যের মুখ্যমন্ত্রী দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন বৈঠকেই আগেই কালবৈশাখীর ঝড় দুর্যোগের বিষয়ে সতর্ক করেছিলেন প্রশাসনিক আধিকারিকদের। আর কার্যত উদ্বোধনের আগেই সেই ঘটনা ঘটলো দিঘায়। উদ্বোধনের আগেই শনিবার রাতে দমকা ঝড়ো হাওয়ায় অস্থায়ী আলোক তোরণ ভেঙে পড়ল। আর এই ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

{ads}

News Breaking News Digha Jagannatha Temple সংবাদ

Last Updated :

Related Article

Latest Article