header banner

নওশাদ সিদ্দিকীর নিহতদের পরিবারের সাথে দেখা করতে যাওয়া নিয়ে ঝামেলা, ঝরল রক্ত

article banner

সুদেষ্ণা মন্ডল , কাকদ্বীপ: উড়িষ্যার বালেশ্বরে  ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল এখনো অব্যাহত । এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তত ৩০ জনের । আহতের সংখ্যা শতাধিক। মৃতদের পরিবারেকে  সমবেদনা জানাতে বিরোধী থেকে শাসক দলের প্রতিনিধিরা একে একে হাজির হচ্ছেন । দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের মধুসূদনপুর এলাকায় ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের পরিবারের সাথে দেখা করতে মঙ্গলবার কাকদ্বীপে যান ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। কাকদ্বীপে মধুসূদনপুর এলাকায় পৌঁছালে আইএসএফ নেতাকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এর ফলে আইএসএফ কর্মী সমর্থক ও তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। আর এই গন্ডগোলের জেরে আহত হয় এক আইএসএফ কর্মী । এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় হারুড পয়েন্ট পোস্টাল থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি আহত ওই আইএসএফ কর্মীকে প্রাথমিক চিকিৎসার জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে পুলিশি হস্তক্ষেপে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন নওশাদ সিদ্দিকী।

{link}

অভিশপ্ত করোমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় কাকদ্বীপের মধুসূদন পুরের বাসিন্দা বুদ্ধদেব বাগ, হালিম মোল্লা, মুজিবুদ্দিন শেখ,মিরাজ শেখ ও সানোয়ার হোসেন মোল্লার।তদের পরিবারের সাথে দেখা করে তাদের সাথে কথা বলার পাশাপাশি তাদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানান নওশাদ । তিনি বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করতে আসিনি। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় যারা মারা গিয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। যখন এলাকায় পৌঁছাই তখন এলাকার কিছু তৃণমূলের মাতব্বর ঢুকতে বাধা দেয় । এই নিয়ে আমাদের কর্মীদের সঙ্গে একটু ঝামেলা হয় । পরবর্তীকালে সেই সমস্যা মিটে যায় । যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাশিত ভাবে অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা বশির চৌধুরী জানান, আইএসএফের  এর পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আইএসএফের দলীয় পতাকা নিয়ে মৃতের বাড়ি বাড়ি ঘুরছিলেন নওশাদ সিদ্দিকী। সেই সময় ট্রেন দুর্ঘটনায় মৃত সানোয়ার হোসেন মোল্লার ভাই প্রতিবাদ করে ও দলীয় পতাকা নিয়ে কেন এসেছেন তা জানতে চায় । নওশাদের সঙ্গে থাকা বহিরাগত বেশ কয়েকজন মৃতের পরিবারের লোকজনকে মারধর করে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমরা পৌঁছাই এবং মৃতের পরিবারের সাথে আমরা কথা বলি এবং পরিস্থিতি আয়ত্বে আনা হয়। মৃতদের পরিবারের পাশে তৃণমূল প্রথম দিন থেকেই ছিল আছে এবং আগামী দিনেও থাকবে। বিরোধীরা সর্বত্র এই মৃত্যু নিয়ে ও রাজনীতি করতে চাইছে ।

{ads}

news Naushad Shiddique Balasore Train Accident death politics

Last Updated :