শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই বদল কি রুটিন মাফিক না কি ভোটের আগে কোনো উদ্দেশ্য নিয়ে এই বদল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক নির্দেশে ২৩ জন আইপিএস এবং ৩ জন ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। এই রদবদলের ফলে বিভিন্ন জেলা, রেঞ্জ ও কমিশনারেটে একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসছে। নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে অর্জিত সিনহাকে। অন্যদিকে, কালিম্পংয়ের এসপি শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্রাঞ্চে ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও কমিশনারেটে অতিরিক্ত এসপি এবং ডেপুটি কমিশনার স্তরের একাধিক আধিকারিককেও বদলি করা হয়েছে।
{link}
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে সমন্বয় জোরদার করতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা শীঘ্রই তাঁদের নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানানো হয়েছে। যেহেতু সামনেই ভোট সেই কারণে রদ বদল করে একদম নতুন শক্তি তৈরী করতে চাইছে রাজ্য।
{ads}