header banner

ফিরছে ডবল ইঞ্জিন সরকার, ত্রিপুরায় বিজয়োল্লাস বিজেপি সমর্থকদের মধ্যে

article banner

নিজস্ব সংবাদদাতা, ত্রিপুরা: সকাল থেকেই হাইভোল্টেজ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফল। একাধিকবার হয়েছে উত্থান পতন, রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে। কিন্তু ভোটগননার শেষ লগ্নে এসে অন্তিম হাঁসি ধরে রাখল বিজেপিই। মোট বিধানসভা আসন ৬০টি, সেই ক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজন মোট ৩১ টি আসন। সকাল থেকেই একাধিকবার ফিনিশিং লাইনের আগে ছিল তাক লাগানো লড়াই। কিন্তু শেষ হাঁসি হাঁসল ভারতীয় জনতা পার্টিই। বিজেপির ৩৩টি আসন ছাড়া অন্যান্য আসনগুলির মধ্যে ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস জোট পেয়েছে মোট ১৪টি আসন। তিপ্রামথা দল পেয়েছে ১২টি আসন। উল্লেখযোগ্যভাবে বিপুল প্রচারের পরেও ত্রিপুরায় খাতা খুলতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস।

{link}
বৃহস্পতিবার ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলে বিজেপি ৩৩টি আসন নিয়ে ক্ষমতায় ফেরার পর আগরতলা উমাকান্ত একাডেমী  ভোট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মীদের মধ্যে জয়ের আনন্দে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এক বৃদ্ধের মুখে শোনা গিয়েছে গেলো, গেলো, গেলো রে সিপিআইএম গেলো রে। যদিও জয়ের উচ্ছ্বাস দেখা গেছে সিপিআইএম এবং কংগ্রেস কর্মীদের মধ্যেও। বিরোধী দলের তকমা পেয়েছে এই জোট। দুধের স্বাদ ঘোলে হলেও মিটেছে বই কি! 
{ads}

news Tripura election West Bengal সংবাদ

Last Updated :