header banner

কাশ্মীরে তুষার ঝড়ের কবলে পড়ে মৃত্যু দুই বাঙালি সেনাকর্মীর! শোকস্তব্ধ পরিবার

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেশরক্ষার তাগিদ যাঁদের হৃদয়ে তাঁদের আটকে রাখা যায় না। আটকে রাখা যায় নি পলাশ ও সুজয়কেও। ষষ্ঠীর সকাল। ছুটি কাটিয়ে কর্মক্ষেত্রে ফিরে যান ভারতীয় সেনার প্যারা কমান্ডো পলাশ ঘোষ। ভাইকে এগিয়ে দিয়েছিলেন দাদা। তারপর কয়েকবার ফোনে কথা হয়েছে। কিন্তু, বুধবার সেনাবাহিনীর বিশেষ সার্চ অপারেশনের সময় থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে শুক্রবার বাড়িতে এল শোকসংবাদ। তুষার ঝড়ের কবলে পড়ে শহিদ হয়েছেন পলাশ। একা পলাশ নয়, তুষারঝড়ে হারিয়ে গিয়ে মৃত্যু হয়েছে বীরভূমের রাজনগর কুন্ডিরার নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান সুজয় ঘোষেরও। বাংলার এই দুই বীর সন্তানের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। স্থানীয় এলাকাতেও ছেয়ে গিয়েছে নিস্তব্ধতা। 

{link}

সূত্রের খবর, শেষবার দাদাকে ফোন করে অভিযানে যাওয়ার কথা জানিয়েছিলেন সুজয় ঘোষ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার খবর আসে, এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন তিনি। বুধবার কাশ্মীরের দক্ষিণ অনন্তনাগের গাদুলে আতঙ্কবাদী নিকেশ অপারেশন চলায় সেনাবাহিনী। সেই অভিযান দলে ছিলেন বাংলার এই দুই প্যারা কমান্ডো। ল্যান্স হাবিলদার ছিলেন পলাশ ঘোষ (৩৮)। অপরদিকে ল্যান্স নায়েক পদে ছিলেন সুজয় ঘোষ (২৮)। অভিযানের সময় তুষারঝড়ের মধ্যে পড়েন তাঁরা। নিখোঁজ হয়ে যান পলাশ ও সুজয়। কিন্তু, তাদের দুজনের একজনেরও আর বাড়ি ফেরা হল না। দেশের জন্য শহিদ হলেন এই দুই বীর বঙ্গ সন্তান। 

  {ads}

Indian Army Bengali Army Death Sujay Ghosh Palash Ghosh Army News ভারতীয় সেনা সেনা কর্মী সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article