header banner

সোনার গহনা ও কাঁসার বাসন চুরির অভিযগে বাঁকুড়ায় গ্রেফতার দুই

article banner

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: সোনার গহনা ও কাঁসার বাসন 'চকচকে' করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ । সেই অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ দু'জনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম রোহিত কুমার শ ও মিথিলেশ কুমার শ। দু'জনের বাড়ি যথাক্রমে পশ্চিম বর্ধমান ও বিহারের পূর্ণিয়া জেলায়। 

{link}
 
শুক্রবার তালডাংরা থানায় এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে খাতড়ার এস.ডি.পি.ও কাশীনাথ মিস্ত্রী ।  এই প্রসঙ্গে তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সোনার গহনা ও কাঁসার বাসন 'চকচকে' করে দেওয়ার নামে তা নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ আসছিল । এর ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে কারনে জনসচেতনতা তৈরী করার পাশাপাশি নাকা চেকিং শুরু করে পুলিশ।গত ২১ মার্চ বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর তালডাংরার শিবডাঙ্গা মোডের, বটতলাতে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।তাদের কাছ   থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য জিনিসপত্রও উদ্ধার হয়। তারপর টানা পুলিশী জেরায় ঐ দুই আটক ব্যক্তি তাদের অপরাধ স্বীকার করে নেয়। ঐ দলে থাকা অন্যান্যদের খোঁজে তল্লাশী চালাচ্ছে পুলিশ। তিনি এটাও জানান যে বয়স্কা বৃদ্ধা এবং বাড়িতে একা থাকা মহিলারাই এই দূস্কৃতি চক্রের অন্যতম লক্ষ্য ছিলেন । দূস্কৃতিরা গ্রেফতার হওয়ার ফলে স্থানিয় বাসিন্দারা নিশ্চিন্ত বোধ করছেন। নিজেদের চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পাওয়ার আসায় রয়েছেন তাঁরা।  

{ads}

news Bankura crime West Bengal সংবাদ

Last Updated :