header banner

Siligur : ব্রাউন সুগার সহ গ্রেফতার দুজন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শিলিগুড়ি (Siliguri) মহকুমার মুনি এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার (Brown Sugar) সহ দুজনকে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। মাদকের বিরুদ্ধে ফের অভিযান চালাল পুলিশ। রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুনি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ।

{link}

এরপর সেখানে এক বাইকে থাকা দুজনকে আটক করে পুলিশ। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। এরপরেই এই ঘটনায় ওই দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম আমুস শেরপা(২৫) ও কারি পাশওয়ান(৩৪)। দুজনেই শিলিগুড়ি সালুগারার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুইজনের কাছ থেকে ৩০৪গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

{link}

উদ্ধার হওয়া ব্রাউন সুগার ডালখোলা থেকে নিয়ে এসেছিল। এবং শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ।

News Breaking News Brown Sugar Siliguri Brown Sugar Recovered সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article