header banner

Himachal Pradesh : একই স্ত্রীর সঙ্গে দুই ভাইয়ের বিয়ে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই হয়তো বলে 'এক ফুল দো মালী'। কিন্তু এর মূল উৎস সন্ধান করতে না পারলে আসল কারণ বোঝা যাবে নে। জানা গিয়েছে, তিনদিন ধরে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়েছে। ১৫ জুন সাতপাকে বাঁধা পড়েছেন তিনজন। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হাত্তি জনজাতির এই বিয়ে ঘিরে জোর চর্চা চলছে।

{link}

দুই ভাই প্রদীপ এবং কপিল নেগি দু’জন মিলে বিয়ে করেছেন সুনীতা চৌহান নামে একজনকে। তিনজনের এই বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। জানা গিয়েছে, সরকারি চাকরি করেন প্রদীপ। অন্যদিকে কপিল বিদেশে কর্মরত। সুনীতার কথায়, নিজের ইচ্ছাতেই এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিনজনের যে বন্ধন তৈরি হয়েছে সেটাকেও যথেষ্ট সম্মান করেন।

{link}

বিদেশে থাকলেও এই বিবাহবন্ধনকে সম্মান করবেন বলে জানিয়েছেন কপিল। শিলাই গ্রামে এমন বিয়ে অবশ্য নতুন নয়। জোড়িদারা নামে এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে হাত্তি জনজাতির মধ্যে। এমন বিয়েতে মান্যতা দেয় হিমাচল প্রদেশের রেভেনিউ আইনও। গত ৬ বছরে এমন পাঁচটি বিয়ে হয়েছে সেখানে। অতীতে এমন বিয়ে খুবই প্রচলিত হলেও বর্তমানে হাত্তি জনজাতির মধ্যে এই বিয়ে কমে এসেছে। তিন বছর আগে হাত্তি জনজাতিকে তফসিলি জাতির তকমা দেওয়া হয়।

{ads}

News Breaking News Himachal Pradesh সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article