header banner

আইটেম গান গাওয়ার জন্য দুই মহিলা শিল্পীর উপর গরম লোহার রড নিয়ে হামলা খড়দহে

article banner

নিজস্ব সংবাদদাতা, খড়দহ: সম্প্রতি প্রকাশিত আইটেম গান ‘রসোগোল্লা’ গাওয়ার জন্যে দুই মহিলা সঙ্গীত শিল্পীকে গরম লোহার রডের ছেঁকা দিয়ে বেধড়ক পেটাল দুষ্কৃতিরা। এই ঘটনায় থানায় এফ আই আর করেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ শিল্পীদের। গত ১২ সেপ্টেম্বর  খড়দহের দোপেরিয়া অঞ্চলের ঘটনা। কলকাতার দুই মহিলা শিল্পী শ্রী ভদ্র রাজারহাটের বাসিন্দা এবং সন্নতি মিত্র সোদপুরের বাসিন্দা। সম্প্রতি হিন্দি ভাষায় ইউটিউবে একটি রসোগোল্লা নামে আইটেম সং লঞ্চ করেন। এক সপ্তাহের মধ্যেই সেই গানের ভিউ লক্ষাধিক ছাড়িয়ে যায় । ভিডিওটি অশ্লীল এই অভিযোগ তুলে কিছু লোক দুই শিল্পীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় কমেন্টের মাধ্যমে। গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায়  খড়দহের দোপেরিয়া  এলাকায় এক বান্ধবীর বাড়িতে এই গানের  সাফল্যে পার্টির আয়োজন করেন। তা ফেসবুকে আগে থেকে লাইভ করে জানান ওই শিল্পীরা । 

{link}

তারা যখন ওই পার্টির জন্যে খড়দহের দোপেরিয়াতে তাদের বান্ধবী ববি মণ্ডলের বাড়িতে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় তারা গাড়ি থেকে নামতেই হঠাৎ করে গলির মধ্যে মাস্ক পরিহিত দুজন দুষ্কৃতী বাইকে করে এসে গরম লোহার রড জাতীয়  জিনিস দিয়ে তাদের উপর হামলা করে।  শিল্পী শ্রী ভদ্রের ডান হাত এবং ডান বুকে এবং সন্নতি মিত্রের মাথায় আঘাত করে এবং অশ্রাব্য ভাষায় তাদের গালিগালাজ করতে থাকে । তারা বলতে থাকে এই আপত্তিকর গান তারা কেন ইউটিউবে আপলোড করেছে? এরপর বাইকে চেপে দুষ্কৃতিরা পালিয়ে যায়। খানিকক্ষণের মধ্যেই সন্নতির কান থেকে রক্ত পড়া শুরু হয় এবং তিনি জ্ঞান হারান। এরপরে স্থানীয় মানুষের সহায়তায় তারা কোনভাবে কাছাকাছি বন্দিপুর চিকিৎসা কেন্দ্রে পৌঁছান এবং  রহড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

{link}
এই প্রসঙ্গে শ্রী ভদ্র জানান যে কোন শিল্পীর যে কোন গান গাওয়ার অধিকার আছে। গানটি নিয়ে এবং গানের মধ্যে ব্যাবহৃত ছবি নিয়ে কারও আপত্তি থাকলে তারা জানাতে পারেন। এভাবে শিল্পীদের উপর হামলা ঠিক নয়। তিনি আরও বলেন, মহিলা শিল্পী হওয়ার জন্যে তাদের উপর এভাবে হামলা হলো। এই ধরনের ছবি একজন বলিউড সেলিব্রিটি করলে কারও আপত্তি থাকে না। একজনকে অনামী শিল্পী করলে সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় । তাদের উপর হামলা হয় । সন্নতি মিত্র বলেন, এ ব্যাপারে পুলিশকে অভিযোগ জানিয়েও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে পুলিশের প্রতি তাদের আস্থা আছে এবং দোষীদের যত অবিলম্বে গ্রেফতার করা হয় সেই দাবি তিনি জানাচ্ছেন।
{ads}

news Item Song Rosogolla Ladies Singer West Bengal সংবাদ

Last Updated :