header banner

TMC: পার্থর জামিন মামলায় ভিন্নমত  দুই বিচারপতি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আজও হলো না। ভিন্ন মত দুই বিচারপতির। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে আজ বুধবার এই সংক্রান্ত মামলায় রায়দানের কথা ছিল। সেই মতো নির্দেশ জানালেও দেখা যায় জামিন দেওয়ার ক্ষেত্রে ভিন্নমত দিয়েছেন কলকাতা হাইকোর্টের  দুই বিচারপতি।

{link}

পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হার জামিন দেননি বিচারপতি অপূর্ব সিনহা রায়। অন্যদিকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সবার জামিন মঞ্জুর করেছেন। আর এহেন আইনি জটিলতার পরেই মামলা কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে পাঠানো হচ্ছে। স্বাভাবিক কারণেই খুবই হতাশ পার্থ।এবার তৈরী হতে চলেছে তিনি বিচারপতির ডিভিশন বেঁচে। সেখানেই এরপরে প্রাক্তন মন্ত্রীর জামিনের শুনানি হবে।

{link}

বাংলার মানুষের কাছে বিষয়টা খুবই লজ্জার যে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। সহজেই বোঝা যায় বাংলার শিক্ষা ব্যবস্থা কোন তলানিতে পৌঁছেছে। এখন দেখার তিনি বিচারপ্তির ডিভিশন বেঁচে কোন রায় দেয়?

{ads}

news breaking news TMC Partha Chatterjee সংবাদ

Last Updated :