শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মা কাকলি শর্মা ও ছেলে প্রতাপ শর্মা নিউ ব্যারাকপুর (New Barrakpur) ভাড়া থাকেন। অভাবের সংসারে মা নিয়মিত আয়ার কাজ করেন।ছেলে প্রতিদিন মাকে নার্সিং হোমে পৌঁছে দেয় আবার বিকেলে নিয়ে আসে। প্রতিদিনের মতো মাকে আনতে এদিনও গিয়েছিল বছর ২৬ এর ছেলে প্রতাপ শর্মা। তবে মা পৌঁছে যান একটু আগেই। দূর থেকে দেখেন প্রচুর মানুষের ভিড়। শুনতে পান দুর্ঘটনা ঘটেছে। তখনও বুঝে উঠতে পারেননি এই দুর্ঘটনাই বদলে দেবে তাঁর নিজের জীবন।
{link}
নিউ ব্যারাকপুর থানার লেলিন সরণিতে বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন মা ছেলে। দিদির বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র, ছেলে প্রতাপ লেলিনগড় শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে ইতিহাসে মাস্টার্স কমপ্লিট করে এখন চাকরির চেষ্টা চালাচ্ছিলেন। ভেবেছিলেন চাকরি পেলেই মায়ের এই ঝক্কির ভার কমাবেন। মা ছাড়া যে আর কেউই নেই তার। তাই কাজে যাওয়া আসার পথে মাকে দিয়ে আসা ও নিয়ে আসার দায়িত্বও পালন করতেন ছেলে। সেই ছেলের জীবনেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা।
{link}
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যশোর রোডের মাইকেল নগর বাসস্ট্যান্ড এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যু হয় দুজনের। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয় এক ব্যক্তি-সহ প্রতাপ শর্মার মা কাকলি শর্মা দেবনাথের। প্রত্যক্ষদর্শীদের কথায়, মাইকেল নগরের দিক থেকে একটি বাস যশোর রোড ধরে বারাসাতের (Barasat) দিকে যাচ্ছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে এসে সজোরে ধাক্কা মারে একটি লরি। ওই মহিলা ও ব্যক্তি তখনই দুর্ঘটনার কবলে পড়ে বাসের চাকায় পিষ্ঠ হন। কাকলি শর্মার মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। ছেলে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মায়ের মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পড়ে থাকলেও, ছেলেকে দৌড়াতে হচ্ছে কখনও এয়ারপোর্ট থানা কখনও নিউ ব্যারাকপুরআবার কখনও বারাসাত থানায়।
{ads}