header banner

Kashmir : বিস্ফোরনে উড়ে গেলো দুই জঙ্গির বাড়ি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত ২২ তারিখ কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তাতে যারা যুক্ত ছিল তাদের চারজনের পরিচয় সামনে এসেছে। তাদের মধ্যে দুজন ভারতীয়। একজনের নাম আদিল গুরে ও অন্যজনের নাম আসিফ শেখ। আদিল অনন্তনাগের বাসিন্দা। আসিফের বাড়ি জম্মু-কাশ্মীরের ত্রালে। বৃহস্পতিবার রাতে আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালায় সেনাবাহিনী।

{link}

তল্লাশি চলাকালীনই তাদের নজরে আসে যে বাড়িতে বিস্ফোরক জাতীয় কিছু মজুত করা রয়েছে। সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে, এটা আশঙ্কা করেই তড়িঘড়ি সেনারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাড়ি থেকে বেরতেই বিস্ফোরণ হয়। আসিফের পর আরেক লস্কর-ই-তৈবা জঙ্গি আদিল ঠোকারের বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। দক্ষিণ কাশ্মীরের বিজবেরায় বাড়ি ছিল তাঁর।

{link}

পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিহানায় তাঁর ভূমিকা সামনে আসতেই প্রশাসনের তরফে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়। পহেলগাঁওয়ের জঙ্গি হানায় জড়িত আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। জম্মু-কাশ্মীরের ত্রালে আসিফের বাড়ি ছিল।  সেই বাড়িতেই বিস্ফোরণ হয়। বাড়িটি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে। পরে আরেক লস্কর-ই-তৈবা জঙ্গির বাড়িও বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর, প্রশাসনের তরফেই এই পদক্ষেপ করা হয়েছে। ভারত এবার কড়া হাতে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নেমেছে। ভারত দৃঢ় প্রতিজ্ঞ ভারতকে জঙ্গিমুক্ত করবেই।

{ads}

News Breaking News Kashmir সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article