header banner

রবিবার রাতে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার দুটি বিরল প্রজাতির সাদা সজারু

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং বর্ধমান রেলপুলিশের যৌথ অভিযানে রবিবার রাতে দুটি বিরল প্রজাতির সাদা রঙের সজারু। গতকাল রাতে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শীততাপ নিয়ন্ত্রিত কামরা থেকে এই বিরল প্রজাতির দুটি সাদা রঙের সজার উদ্ধার করা হয়েছে। বড়ো চটের ব্যাগে বন্দী অবস্থায় ছিলো এই সজারু দুটি। এই ঘটনায় তিনজন ব্যাক্তিকে গ্ৰেফতার করেছে রেল পুলিশ। সজারু দুটিকে খবর দেওয়ার পর রেল পুলিশের পক্ষ থেকে বনবিভাগে খবর দেওয়া হয়। তারপর বনবিভাগের একজন রেঞ্জ অফিসারের নেতৃত্বে বনবিভাগের টিম এসে আরপিএফ পোষ্ট থেকে সজারু দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

{link}
বনদপ্তর সূত্রে জানা গেছে,দুটি সাদা রঙের হিমালয়ান সজারু রেল পুলিশ উদ্ধার করে এবং বনদপ্তরের হাতে তুলে দেয়। সজারু দুটি শারিরীক ভাবে সুস্থ বলেই মনে করা হচ্ছে। তবে বনদপ্তরের চিকিৎসকেরা সজারু দুটিকে চিকিৎসা করার পর সেগুলোর সমন্ধে জানা যাবে। রেল পুলিশ সূত্রে জানা গেছে সিআইপিএফ-এর তথ্যের ভিত্তিতে বর্ধমান স্টেশনে ৫নম্বর প্লাটফর্মে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিযান চালানো হয়। ট্রেনের একটি এসি কামরায় তল্লাসি চালিয়ে চটের ব্যাগের ভেতরে দুটি সাদা সজারু উদ্ধার করা হয়। সজারু দুটিকে যে তিনজন নিয়ে আসছিলো তাদেরকেও আটক করা হয়েছে। ত্রিপুরার ধর্মনগর থেকে ধৃতরা এই সজারু গুলি নিয়ে আসছিলো বলে জানা গেছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। কিভাবে প্রানিদুটিকে নিয়ে আসা হচ্ছিলো, কোথায় নিয়ে যাওয়া হবে সমস্ত বিষয় তদন্ত করে দেখছেন তদন্তকারিরা।
{ads}

news Porcupines rare species Indian Railways Smuggling সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article