নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: বুধবার সকালে বকুলতলা থানার কিল্লা দুর্গানগর এলাকায় জয়নগর ঢাকি রাস্তার পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে বকুলতলা থানার পুলিশ তার পরিচয় জানতে পারে। মৃত ব্যক্তি তারিক হোসেন মল্লিক। সে বারুইপুর থানার বলবলিয়ার বাসিন্দা। কে বা কারা এই খুনের ঘটনার সঙ্গে জড়িত সেই বিষয়েই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
{link}
তদন্তে নেমে রাতেই এই খুনের ঘটনায় জড়িত দুই সৎ ভাই , সৎ মা ও স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুই সৎ ভাই সাবির গাজী ও আবির গাজীকে ঢোলা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক অশান্তির জেরেই এই খুন প্রাথমিক তদন্তে পুলিশের এমনটাই অনুমান। ধৃত চারজনকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের জেল হেফাজতের আবেদন করেছে পুলিশ।
{ads}