header banner

Khardaha : পরীক্ষা দিয়ে নিখোঁজ দুই ছাত্রী! চাঞ্চল্য খড়দহে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার থেকেই চরম উত্তেজনা ছিল এলাকায়। বিশেষকরে খড়দা (Khardaha) প্রিয়নাথ স্কুল সংলগ্ন এলাকায়। গত সোমবার খড়দহ প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে ফেরার পথে নিখোঁজ হয়ে যায় দুই স্কুল ছাত্রী। তারপর থেকেই ছাত্রীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর কাজ শুরু করে খড়দহ থানার পুলিশ।

{link}

অবশেষে মঙ্গলবার সকালে খড়দহ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ২৬ শিব মন্দির এলাকা থেকে নিখোঁজ হওয়া ২ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এদিন স্কুলে পরীক্ষা দিয়ে আর বাড়ি ফেরেনি দুই ছাত্রী। খড়দহে রহস্যজনকভাবে নিখোঁজ হয় অষ্টম শ্রেণির দুই পড়ুয়া। পরিবারের তরফে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। দুই পরিবারই চরম উৎকন্ঠায় ছিল। অবশেষে ঘরের মেয়ে ফিরল ঘরে।

{link}

পুলিশের তৎপরতায় চব্বিশ ঘণ্টার মধ্যেই খোঁজ মিলল দুই পড়ুয়ার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ দুই ছাত্রীর নাম সৃজিতা আদক এবং অঙ্কিতা ভট্টাচার্য। দুজনেরই বয়স ১৪ বছর। দুজনেই খড়দহ প্রিয়নাথ গার্লস স্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া। সৃজিতার বাড়ি টিটাগড় পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মাহিষ্যপাড়ায়। অঙ্কিতার বাড়ি খড়দহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায়। তারা উদ্ধার হলেও প্রায় ২৪ ঘন্টা তারা কোথায় কার সঙ্গে ছিল তা এখনও স্পষ্ট নয়।

{ads}

 

News Breaking News Khardaha Student সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article