শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই ছাত্র। বছর ১০ ও বছর ১৫,গুরুতর অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হলো একজনকে l উত্তর 24 পরগনার (North 24 Parganas) বাদুড়িয়া থানার আরবেলিয়ার ঘটনা। তাদেরকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
{link}
পুলিশ সূত্রে জানা যায় আড়বেলিয়া ইটভাটা এলাকায় বসিরহাট পুলিশ জেলার মাটিয়া স্বরূপনগর ও বাদুড়িয়া থানার ফায়ারিং ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই পুলিশের তরফ থেকে ফেলে আসা দাহ্যসীল আগ্নেয়াস্ত্র পড়ে ছিল। পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরে সেই মাঠে খেলতে যায় দশ বছরের এক ছাত্র,সে একটি বস্তুকে হাতে নিয়ে তার বন্ধু বছর ১৫ সাহেব আক্তারের কাছে নিয়ে যায়, দেখার সময় সেটির বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়।
{link}
তাদেরকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে দশ বছরের এক কিশোরের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে কলকাতায় (Kolkata) স্থানান্তরিত করা হয়। প্রশ্ন উঠছে পুলিশের ট্রেনিংয়ের ফেলে দেওয়া সেল এত সহজে কি করে ফেটে গেল। অন্যদিকে পুলিশি গাফিলতির বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা, কিভাবে ট্রেনিং শেষে তারা ওই দাহ্যশীল আগ্রাস্ত্র ওই মাঠে ফেলে গেলেন।
{ads}