শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মর্মান্তিক ঘটনায় মুহূর্তে দুঃখের ছায়া ছড়িয়ে পরে সমস্ত অঞ্চলে। সোমবার, সকালে হুগলির বারোমন্দির ঘাটে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু দুই কিশোরের। দুজনের নাম আমন সিং এবং আদর্শ সিং। রিষড়া বাঙ্গুর পার্কের স্টেপিং স্টোন স্কুলের ক্লাস টেনের পড়ুয়া।
{link}
সোমবার সকালে গঙ্গাস্নান করতে এসে দুজনেই সঙ্গে তলিয়ে যায়। প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দল এসে উদ্ধার কাজ চালানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এই দিন সকালবেলা কোন্নগর অ্যালকালি মাঠে খেলতে এসেছিলেন ওই স্কুল পড়ুয়া। খেলা শেষে একসঙ্গে পাঁচজন বার মন্দির ঘাটে গঙ্গাস্নান করতে নেমেছিল।
{link}
সেই সময়ে তিনজন উঠে গেলেও বাকি দুজন আর জল থেকে উঠতে পারেননি। ঘটনায় শোকের ছায়া পরিবার পরিজনদের মধ্যে। বিপর্যয় মোকাবিলা দল ডুবুরি নিয়ে এসে জলে ডুবে যাওয়া দুই কিশোরের উদ্ধার কাজ চালাচ্ছেন। পরিবারের দাবি তাদের দুজনেরই কেউ সাঁতার জানতেন না। সেই কারণেই এমন পরিণতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোন্নগর (Konnagar)বারো মন্দির চত্বরে।
{ads}