header banner

গড়িয়ার সারদাপল্লী থেকে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিন ২৪ পরগানা: গড়িয়ার সারদাপল্লী থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক ৷ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি সেভেন এমএম পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ, ৪ টি লং ব্যারেল গান, ৪ টি এইট এমএম কার্তুজ ও ৬ টি ১২ বোরের কার্তুজ। ধৃতদের নাম  ইন্দ্রনীল দাস ও বাবু মন্ডল ৷ এর আগেও অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার কারনে তারা গ্রেফতার হয়েছিল বলে পুলিশ সুত্রে খবর ৷ তাদের নামে একাধিক মামলাও রয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গড়িয়ার সারদাপল্লী এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় ৷ কি কারণে এত আগ্নেয়াস্ত্র মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ ৷ 
{link}
ধৄতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ ধৃতদের আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ ৷ ১৪ দিনের জন্য আবেদন জানানো হয় বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ এলাকায় একাধিক দুষ্কৃতীমুলক কাজকর্মের সাথে যুক্ত এই দুই অভিযুক্ত ৷ মুলত এলাকায় দাদাগিরি, তোলাবাজি, লোককে ভয় দেখানো এইসব একাধিক অপরাধের সাথে তারা যুক্ত বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার  ডিএসপি মোহিত মোল্লা জানান ধৄতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কি কারণে এই অস্ত্র তারা মজুত করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের বিরুদ্ধে ২৫ (১) এ আর্মস অ্যাক্টে  মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি ৷ 
{ads}

Crime Weapons Illegal activities South 24 Parganas news West Bengal সংবাদ

Last Updated :