header banner

UNICEF : কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের প্রশংসা করল ইউনিসেফ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একাধিক  সমাজ উন্নয়ন মূলক প্রকল্প ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে খুবই প্রশংসিত হয়েছে। বিভিন্ন জন-কল্যানমূলক প্রকল্পগুলো আসলে গরিব মানুষের ক্রয় ক্ষমতা বাড়াচ্ছে। সার্বিকভাবে এতে রাজ্যের উপকার হচ্ছে। UNICEF-র অফিসার মঞ্জুর হোসেন (Manjur Hossain) একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই দুটি প্রকল্পের প্রশংসা করেন। 'ইম্প্যাক্ট ইস্ট, ২০২৪ কনক্লেভ’ এর এক সভাতে উপস্থিত ছিলেন ইউনিসেফের পশ্চিমবঙ্গ (West Bengal)-এর চিফ ফিল্ড অফিসার মঞ্জুর হোসেন।

{link}

সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুটি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন মঞ্জুর হোসেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। টাটা স্টিলের (Tata Steel) তরফে ছিলেন সৌরভ রায়, বি জি সমাদ্দার অ‌্যান্ড সন্স-এর দেবাশিস দত্ত উপস্থিত ছিলেন। জিন্দাল স্টিলের (Jindal Steel) তরফে প্রশান্ত কুমার হোতা উপস্থিত ছিলেন।

{link}

এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ”আমি আপনাদের জানাতে পেরে পরম আনন্দিত যে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলো আবার ইউনিসেফ-এর প্রশংসা অর্জন করেছে! ইম্প্যাক্ট ইস্ট ২০২৪ কনক্লেভে, ইউনিসেফ-এর শীর্ষ কর্মকর্তা আমাদের ‘কন্যাশ্রী’ (Kanyashree) ও ‘রূপশ্রী (Rupshree)’র মতো মানবকল্যাণকারী প্রকল্পগুলিকে রাজ্যের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের সামাজিক উদ্যোগ এবং জীবন- পরিবর্তনকারী জনকল্যাণমূলক প্রকল্পগুলি এইভাবেই আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করে চলেছে।” স্বাভাবিক কারণেই UNICEF - এর এই শংসাপত্রে খুবই খুশি বাংলার মানুষ।

{ads}

News Breaking News West Bengal CM Mamata Banerjee Politics Politician UNICEF Manjur Hossain Tata Steel Social Media Kanyashree Rupshree সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article