header banner

আদর্শই আয়না

article banner

 

কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে নতুন একটি কর্মসূচি শুরু করলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কর্মসূচির নাম চলুন মাস্টারমশাই ঘুড়ি বাড়ি বাড়ি। আজ থেকে এই কর্মসূচি শুরু হলো যেখানে উপস্থিত থাকবেন মূলত মাস্টারমশাইরা। তারা বিভিন্ন বাড়িতে গিয়ে লিফলেট দেবেন। যার মূল কারণ রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প রয়েছে সে সমস্ত সম্পর্কে সমস্ত মানুষকে সচেতন করা এবং প্রয়োজন তাদেরকে লিফলেটে দেওয়া ।তারা যেন এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হোন এবং প্রয়োজনমতো সেগুলোতে যেন আবেদন করেন।


বিধানসভা নির্বাচনের আগে বাকযুদ্ধ অব্যাহত । মেয়র ফিরহাদ হাকিম তাঁর দলের বাস্তব চিত্রকে সসম্মানে প্রকাশ করলেন আবার এবং বিরোধী দলগুলির বিপক্ষে আবার এগিয়ে এলেন। তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করবেন, শুধুমাত্র বিজেপি বা দিলীপ ঘোষের কথায়। বিজেপি একটি ভিখারি, বর্বর, ছোটলোকের দল বলে  মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন বিজেপি যে সমস্ত রাজ্য আছে এবং সেখানে যেরকম ভাবে রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে তা একেবারে অরাজনৈতিক। তিনি যোগী রাজ্যের উল্লেখ করেন।


তিনি জানিয়েছেন সেখানে যে ভাবে এনকাউন্টার করে  মারা হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলায় কখনো হয়নি এবং আগামীদিনেও হবেনা । তাই বিজেপি দিলীপ ঘোষ কি বলল তাতে কোন কিছু যায় আসে না। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন তৃণমূল সরকার তৃণমূল দলটি এতটাই বড় সাগরের মত সেখান থেকে এক মগ জল তুলে নিলে কোন অসুবিধা হবে না।তিনি জানিয়েছেন বাংলার মানুষ সবাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও বাংলার মানুষের জন্য কাজ করছেন।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতামত 

{ads}

firhad hakim firhad hakim mayor of kolkata bharatiya janata party trinamool congress trinamool song west bengal west bengal election 2021 exit poll

Last Updated :