header banner

দায় নেবে কে ?

article banner

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু। এই অভিযোগে ধুন্ধুমার হয়ে ওঠে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতাল। উত্তেজিত লোকজন হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মৃতের পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। 

{link}
রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। করোনা সংক্রমিত রোগীর অতিপ্রয়োজনীয় অক্সিজেনের আকাল দেখা দিয়েছে দিকে দিকে। অক্সিজেন থাকলেও, কোথাও কোথাও তা না দেওয়ার আভিযোগ। কোথাও আবার অক্সিজেন না থাকায় রোগীকে দেওয়া যায়নি বলে অভিযোগ। এক্ষেত্রেও ঘটনা অনেকটা সেইরকমই, যার জেরে প্রান হারাতে হচ্ছে রোগীকে। 

{link}
উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের ওপর নির্ভর করেন এ তল্লাটের বহু মানুষ। আশপাশের বিভিন্ন জেলা থেকেও সুচিকিৎসা পাওয়ার আশায় রোগী আসেন এখানে। দিন কয়েক আগে তেমনি এসেছিলেন দুই রোগী। অভিযোগ, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয় তাঁদের। এর পরেই উত্তেজিত রোগীর পরিজনেরা হাসপাতালে তাণ্ডব চালান। খবর পেয়ে দ্রুত চলে আসে পুলিশ।তার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

{ads}
 

news Covid-19 news West Bengal Uluberia superspeciality hospital India

Last Updated :