শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমন নির্মম ঘটনায় স্তম্ভিত হয়ে যায় বসিরহাটের (Basirhat) মানুষ। মাছ ধরার ছিপকে নিয়ে গণ্ডগোলের জেরে ভাগ্নের হাতে মামার খুন হওয়ার এমন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট থানার অন্তর্গত তেঘরিয়া এলাকায়। যে ঘটনায় ইতিমধ্যেই পুলিশ অভিযুক্ত ভাগ্নেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি অভিযুক্তের বাবা ছেলের কঠোর শাস্তি দাবিও করেছেন।
{link}
জানা যাচ্ছে, গতকাল, রবিবার রাতে উত্তর ২৪ পরগনার তেঘরিয়া এলাকায় রাস্তা দিয়ে তুফান মন্ডল (২৮) বাড়ি ফিরছিলেন, সেই সময় তুফান মন্ডলকে তার ভাগ্নে জিৎ মন্ডল রাতের অন্ধকারে পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত করে এবং রাস্তার উপরেই লুটিয়ে পড়ে তুফান মন্ডল। এরপর জিৎ মন্ডল ইট দিয়ে মাথায় পর পর আঘাত করে এবং তুফান মন্ডল নিথর হয়ে গেলে ঘটনাস্থল থেকে জিৎ মন্ডল পালিয়ে যায়।
{link}
এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে প্রথমে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। ঘটনার সূত্রপাত সম্পর্কে অভিযুক্ত জিৎ মন্ডলের বাবা রাজু মন্ডল জানিয়েছেন, “সকালবেলায় মাছ ধরার ছিপ নিয়ে দু’জনের মধ্যে গণ্ডগোল হয়েছিল। তারপর তাদের গণ্ডগোল মিটিয়ে দু’জনকে চায়ের দোকানে চা খাইয়ে আমি ভ্যান চালাতে চলে যাই। পরে বাড়ি ফিরে এসে এমন ঘটনা জানতে পারি।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
{ads}