header banner

পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে দুই শিশুর বিনা মূল্যে হার্ট অপারেশন জলপাইগুড়িতে

article banner

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: পদ্মশ্রী করিমুল হকের উদ্যোগে দুই শিশুর বিনা মূল্যে হার্ট অপারেশন করলেন ব্যাঙ্গালোর বিখ্যাত হৃদরোগ  বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দুর্গা প্রসাদ রেড্ডি। এই বিষয়ে  জানা গেছে, চালসার ও বেলাকবার  দুই শিশু  অনেক দিন ধরে  হার্টের সমস্যায় আক্রান্ত ছিল। পরিবার গুলির  আর্থিক পরিস্তিতি ভালো না থাকার কারণে চিকিৎসা করতে পারছিলেন না। এরপর তারা করিমূল বাবুর সাথে যোগাযোগ করেন। ক্রান্তিতে দ্বীপ মেডিক্যালে ব্যাঙ্গালোরের বিখ্যাত হৃদরোগ  বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দুর্গা প্রসাদ রেড্ডি  চেম্বার করতে এলে করিমূল হক ডক্টর বাবুর সাথে এই বিষয়ে  কথা বলেন।

{link}
এরপর ডাক্তার দুই শিশুর বিনামূল্যে অপারেশন করতে রাজি হন। সেই মত ডক্টর দুর্গা প্রসাদ রেড্ডি  নিজে বিনামূল্যে দুই শিশুর হার্ট অপারেশন করেন বর্তমানে দুইজনেই পুরোপুরি সুস্থ রয়েছে। পদ্মশ্রী করিমূল হক ডক্তার দুর্গা প্রসাদ রেড্ডি কে মহৎ কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এদিকে শিশু দুইটির   পরিবারের সদস্যরা তাদের বাচ্চা বিনামূল্যে চিকিৎসা করার জন্য পদ্মশ্রী করিমূল হক ও ডক্টর বাবু বিশেষ  ধন্যবাদ জানান। ডক্টর দুর্গা প্রসাদ রেড্ডি  নিজে বিনামূল্যে দুই শিশুর বিনামূল্যে অপারেশন করার খবর প্রকাশ হতেই ক্রান্তি এলাকার লোকজন এই কাজের জন্য তাদের সাধুবাদ জানিয়েছেন।
{ads}

news North Bengal Jalpaiguri West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article