শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বড় পরিবর্তন। ঢেলে সাজানো হচ্ছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোকে। এই পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল উপচার্য নিয়োগ। জটিলতা কাটিয়ে নতুন স্থায়ী উপচার্য নিয়োগ করা হচ্ছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। জট কেটেছে। তবে আংশিক। বিদায় নিয়েছেন শান্তা দত্ত। একইসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় পেয়েছে নয়া স্থায়ী উপাচার্য। তবে, শুধুই কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, একইসঙ্গে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছে আরও ৭টি বিশ্ববিদ্যালয়ের। বাকি পড়ে থাকল আরও ৭টি। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যাল মিললেও এইসব স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্র দেবেন রাজ্যপালই। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে ওমপ্রকাশ মিশ্রের নাম প্রস্তাবে সুপ্রিম কোর্টে বিরোধিতা করা হয় রাজ্যপাল তথা আচার্যের তরফে। যেহেতু এখনও সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি হয়নি, তাই, উপাচার্য নিয়োগে কোনও কাঁটা যে থাকল না, একথা হলফ করে বলতে পারছেন না বিশেষজ্ঞ মহলের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার রাজ্যের মোট ৮টি বিশ্ববিদ্যালয় পেয়েছে স্থায়ী উপাচার্য।
{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য পদে বসানো হচ্ছে আশুতোষ ঘোষকে। এই বিশ্ববিদ্যালয়েরই রসায়ন বিভাগের অধ্যাপক তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসানো হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য করা হল ওম প্রকাশ মিশ্রকে। এছাড়াও, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিষ ভট্টাচার্য, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেবকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হচ্ছে বলেই খবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে সর্বদাই বিতর্কে থেকেছেন ওম প্রকাশ। ভারপ্রাপ্ত উপাচার্য থাকাকালীন তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই ওম প্রকাশ মিশ্র এবার বসলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের পদে।
{ads}