header banner

West Bengal : অসময়ের বর্ষণে ব্যাপক ক্ষতি আলু চাষের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার হঠাৎ অসময়ের বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে আলু (Potato) চাষের। সঙ্গে ডিভিসি (DVC) জল ছাড়ায় দমোদর সংলগ্ন কোনো কোনো ক্ষেতে এক হাঁটু জল জমে যায়। হঠাৎ বর্ষণে জমিতে থাকা আলুর পচন ধরতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। রতন সামন্ত নামে এক আলুচাষি বলেন, ‘ বৃষ্টির জেরে আলু তোলার পড়ে সমস্যায় পড়েছি আমরা। বৃষ্টির সঙ্গে আবার গত কয়েদিন জুড়ে প্রবল কুয়াশা চলছে। সেকারণে পোকার লাগতে শুরু করেছে।’

{link}

বাঙালির পাতে সারাবছরই আলুর ভূমিকা অপূরণীয়। তাই আলুর দামে হেরফেরের রেশ গিয়ে পড়ে সোজা হেঁসেলে। গত কয়েক মাসে আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। সেকারণে হিমঘরগুলিতেও আলু মজুত রয়েছে যথেষ্ট পরিমাণে। তার মধ্যে আবার বৃষ্টির ফলায় আলু নিয়ে বেজায় সঙ্কটে চাষিরা। হিমঘরগুলিতে জায়গা পাওয়া মুশকিল। সেকারণে আলু তোলার পরেও জমিতেই রাখছিলেন তাঁরা। গত দু’দিনে বৃষ্টি অসুরের তাণ্ডবে দুশ্চিন্তায় রয়েছেন আলুচাষিরা। তবে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে ক্ষতিপূরণের। মহকুমার আলুচাষিরা জানিয়েছেন দাম কমাতে যে কৌশল নিয়েছে সরকার তাতে তাঁদের হাতে আর টাকা আসছে না।

{link}

মাত্র তিন থেকে চার টাকা কেজি দরে ব্যবসায়ীদের আলু বিক্রি করে দিতে হচ্ছে। অনেক চাষী আবার অভিযোগ করেছেন, শস্যবীমার আবেদন করেও টাকা পাচ্ছেন না। মহকুমার কৃষি আধিকারিক জানিয়েছেন, ‘ অসময়ের বৃষ্টির ফলে আলু–সহ রবিশস্যের কিছুটা ক্ষতি হয়েছে। তবে ভয় পাওয়ার কারণ নেই। সরকার পাশে আছে। শস্যবিমার মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য করা হবে। বিষয়টি উপরমহলকে জানানো হয়েছে।’

{ads}

News Breaking News West Bengal Potato Farmer সংবাদ

Last Updated :