header banner

অসময়ে তুষারপাত সান্দাকফুতে, বৃষ্টিপাতের জেরে নিম্নমুখী তাপমাত্রায় শীতের আমেজ দার্জিলিং-এ

article banner

নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: শীতের বিদায় সম্পন্ন হয়েছে, বসন্তকালও শেষ মুহূর্তের দোরগোড়ায়। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, অনেকেই আবার পরিবর্তনের কারণ হিসেবে শিলাবৃষ্টিকেও চিহ্নিত করেছেন। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার ভোর থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সবথেকে বড় প্রাপ্তি দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে। শুধু সান্দাকফু নয় দার্জিলিংয়ের আরও বেশ কিছু অঞ্চলে তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারের চাদরের ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকা গুলি। 

{link}
অসময়ে তুষারপাত হলেও পর্যটক মহল বেজায় খুশি। গোটা শীতকাল তুষারপাতের আশায় বসেছিল পর্যটকরা, অবশেষে তাদের সেই আশা পূরণ হয়েছে। সান্দাকফুতে তুষারপাতের ঘটনা উপভোগ করেছেন পর্যটকরা। যাকে বলে কার্যত সোনায় সোহাগা, যে তুষারপাতের আশায় শীতের সময় ভিড় উপচে পড়ে উত্তরবঙ্গের পাহাড়ে বিশেষ করে এই শৈলশহরে। সেই শহরেই কার্যত একেবারে অসময়ে বরফ পাওয়ার কোন আশা না নিয়ে আসা পর্যটকেরাই উপভোগ করে যাচ্ছে স্বর্গীয় মুহূর্তের। তবে রবিবার ঝড় বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তায় বিদ্যুৎপোলের মধ্যে বেশ কিছু গাছ পড়ে যায়। যাতায়াত ব্যবস্থা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় বলে জানা গেছে। পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে। কার্যত পুনরায় ফিরে এসেছে শীতের আমেজ।
{ads}

news Darjeeling Snowfall Temperature West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article