header banner

Maynaguri : শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায়। এছাড়াও খাগড়াবাড়ি ২ নাম্বার গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ক্ষতি হয়েছে। ব্যাঙ্কান্দি ও বাগজান এলাকায় কয়েকশো বাড়ির টিনের চাল ও অ্যাসবেসটাস ক্ষতি হয়েছে। এছাড়াও কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। সসা, বরবটি, কুমড়ো এবং লঙ্কা চাষে ক্ষতি বেশি। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিলিমা রায় এদিন সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পরে ময়নাগুড়ি বিডিও অফিস থেকে ব্লক প্রশাসনের দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যায়। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

{ads}

News Rain Village Maynaguri West Bengal Vegetable BDO Office affected area hailstorm Gram panchayat সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article