header banner

Vegetable: সবজির দাম আগুন ছোঁয়া

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সবজির দাম আগুন ছোঁয়া।আর হাত দিলেই লাগছে ছ্যাকা।বারবার অভিযোগ পাওয়ার পর পশ্চিম বর্ধমান  জেলা শাসকের নেতৃত্বে কৃষি দপ্তরের আধিকারিকেরা মঙ্গলবার সকাল থেকেই বার্নপুর এবং আসানসোল বাজারে পরিদর্শন করেন।

{link}

এদিন আধিকারিকরা  জানিয়েছেন জেলাশাসকের নির্দেশেই তারা বার্নপুর এবং আসানসোল বাজারে কাঁচা সবজি এবং অন্যান্য জিনিসপত্রের দাম পরিদর্শন করতে নেমেছেন।যদিও সরকারি আধিকারিকরা জানান   বেশ কয়েকটি জিনিসের দাম অত্যধিক পরিমাণে বেড়ে রয়েছে ,পাশাপাশি এই কদিনে বেশ কয়েকটি সবজির দাম  অনেকটাই কমেছে,আলুর দামও নিয়ন্ত্রিত।

{link}

যদিও পেঁয়াজের দাম বেশ কিছুটা বেশি।অন্যদিকে কাঁচা লঙ্কা সহ অন্যান্য কাঁচা সবজির দাম বেশ খানিকটা কমেছে৷ সরকারি আধিকারিকরা দাবি করেছেন শীতের সবজি নামলেই সবজির দাম আরো অনেকটাই কমে আসবে। ফলে স্বস্তি মিলবে ক্রেতাদের।

{ads}

news breaking news Vegetable price agriculture West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article