header banner

আখের গোছাতে, নাকি মানব সেবায় ?

article banner

কোভিড আতঙ্কের মাঝেই সাইক্লোনের ভয় প্রহর গুণছে বাংলা। মানুষের জীবন কার্যত বিপর্যস্ত।  অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল বিশ্ব হিন্দু পরিষদ। এতদিন মূলত স্বেচ্ছাসেবক তৈরির কাজেই মন দিতেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তরা। তবে তাতে যে আখেরে লাভ খুব একটা হয় না, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন তাঁরা। মানুষের পাশে না দাঁড়ালে যে  ক্ষমতা অধরা থেকে যাবে বুঝে যান পরিষদের নেতারা।

এর আগে লকডাউনে অসহায় ও অর্থকষ্টে দিন যাপন করা পুরোহিতদের যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড সংলগ্ন রমনা কালী মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিলি করা হয়েছিল রেশন। রেশন হিসেবে পুরোহিতদের হাতে চাল, ডাল, আলু, সোয়াবিন, বিস্কুটের প্যাকেট, সহ অন্যান্য খাদ্য সামগ্রী ও তুলে দেওয়া হয়। এবার ইয়াসে বিপন্নদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত পরিষদের।
 
যশে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা পূর্ব মেদিনীপুরে। তাই গতকাল, মঙ্গলবার থেকেই পরিষদের লোকজন ছড়িয়ে পড়েছিলেন কাঁথি, রামনগর, এগরা, খেজুরি, ভগবানপুর, পটাশপুর, দিঘা প্রভৃতি এলাকায় বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের ফোন নম্বর সম্বলিত হ্যান্ডবিল বিলি করা হয়েছে। হ্যান্ডবিলে বলা হয়েছে, পরিষদের নেতাদের ফোন করলেই, দ্রুত দুর্গতদের পাশে পৌঁছে যাবেন পরিষদের লোকজন। 
এ প্রসঙ্গে বিশ্বহিন্দু পরিষদের নেতা সৌরিশ মুখোপাধ্যায় বলেন, আমরা সব সময় হিন্দু সমাজের জন্য কাজ করি। যশের কারণে অনেক হিন্দুর বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। হিন্দু সমাজ রক্ষার জন্যই আমরা সব সময় হিন্দু সমাজের জন্য কাজ করি। সেই কারণেই পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে নেতৃত্বের নম্বর সামনে  এনেছি। বিশ্ব হিন্দু পরিষদ সাধ্যমত দুর্গতদের সাহায্যে এগিয়ে আসবে। 
কয়েকটি ফোন নম্বর হল, 
কাঁথি...৯১৩৪৭৯৫৯৯৫,
রামনগর...৬২৯৫৭২৮৬৫২
এগরা...৯৯৩২২২১৬১২
খেজুরি...৯৭৩৪৫৩০৬৫৩
ভগবানপুর...৮৬৭০৮২৬৩৪৮
পটাশপুর...৯৬৪১৫০২২০৮
 

Vishwa Hindu Parishad Corona Virus Yash Cyclone West Bengal 26th May India সংবাদ বিশ্ব হিন্দু পরিষদ

Last Updated :