header banner

হাওড়ার শ্যাম্পুরে ঘাতক লরি চালকের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ঘাতক লরি চালককে গ্রেফতারের দাবিতে হাওড়ার শ্যামপুরে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। শনিবার গভীর রাতে শ্যামপুরে ধ্বজা থেকে কালী পুজো দেখে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ধান্দালির বাসিন্দা তিন যুবকের। এই ঘটনায় ঘাতক লরি ও চালক এখনও অধরা। ঘটনার পর ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও কেন এখনও পর্যন্ত ঘাতক লরি চালককে গ্রেফতার করা হয়নি তারই প্রতিবাদে ধান্দালিতে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। সোমবার সকালে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ঘাতক লরি আটক ও চালককে গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তোলা হয়।
{link}
ঘটনাস্থলে গ্রামবাসীরা ভাঙা গাছের গুঁড়ি দিয়ে রাস্তা অবরোধ করে। পুলিশের প্রতিশ্রুতি দেওয়ার পরেই সরানো হয় গাছ। রাস্তায় মারাত্মক যানজট হয় তবে অবরধ থামে না। মৃত তিন যুবকের মৃত্যুর জন্য দায়ি যে, সে অপরাধির শাস্তি হওয়ার দরকার বলে জানায় গ্রামবাসী। তাঁর শাস্তির দাবিতে এই বিশাল অবরোধ হয় যা সামাল দিতে বিশাল পুলিশ বাহিনি আসে। 
{ads} 

west bengal howrah murder protest news সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article