header banner

বর্ধমানের কালিবেল এলাকায় রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীর

article banner

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কালিবেল এলাকায়। জানা গেছে দীর্ঘদিন ধরে এখানে এক থেকে দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা। বর্ষার সময় ছাত্রছাত্রীরা যেতে পারে না স্কুলে। অসুস্থ কাউকে হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স আসতে চায় না গ্রামে। দীর্ঘদিন ধরে প্রশাসনিক দারস্ত হলেও কোন ফল হয়নি, স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ভোটের আগে তাদের কথা দিয়েছিল তাদের রাস্তা ঠিক করে দেবে কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর কথা তিনি রাখেননি বলে অভিযোগ।

{link}

সামনে এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট। বহু প্রভাবশালীর দরজার কড়া নেড়েছেন সাধারন মানুষেরা। বহু নেতা, মন্ত্রী, বিধায়ক দিয়েছেন দাবি পূরণের আশ্বাস। তবুও সমস্যার সমাধান হয়নি। কিন্তু এই রাস্তা কার্যত জীবনের নিত্য দুর্ভোগ হয়ে উঠেছে সাধারন স্থানীয় মানুষদের কাছে। তাই রাস্তা ঠিক না হলে ভোট দেবেন না বলেই ঠিক করে নিয়েছেন গ্রামবাসীরা। যদিও এই প্রসঙ্গে এখনও প্রশাসনের কোন প্রতিক্রিয়া আসেনি। ভোট আসে ভোট যায়... প্রতিশ্রুতি থেকে যায় মুখ অবধি। বাস্তবায়ন আর হয় কি? উত্তরে হতাশা আর ক্রোধের সাথে 'না' প্রতিক্রিয়াই আসছে গ্রামবাসীদের তরফে।

{ads}

news Burdwan West Bengal boycott সংবাদ

Last Updated :