header banner

R.G Kar: পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দিল বিনীত গোয়েলকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চিঠিটা পৌঁছেছে নবান্নে। আর তাতেই বোঝা যাচ্ছে রাজ্য সরকার ও রাজ্য পালের সংঘাত আবার সামনে আসতে চলেছে। প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযুক্ত সঞ্জয়। সে বলে তিলোত্তমার ঘটনায় তাকে ফাঁসাচ্ছেন এই আইপিএস। সেই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

{link}

গত সোমবার (১২ নভেম্বর) শিয়ালদহ আদালত থেকে বেরনোর সময় প্রিজন ভ্যান থেকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার চিৎকার করে বলেছিলেন,”আমি নাম বলে দিচ্ছি। বড় বড় অফিসার রয়েছে…বিনীত গোয়েল, ডিসি স্পেশাল চক্রান্ত করে ফাঁসিয়েছে আমায়।” এই অভিযোগকে হাত ছাড়া করতে রাজি না রাজ্যপাল। তিনি সোজা চিঠি দিয়ে এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।শুধুই অভিযুক্ত সঞ্জয় রাই নয়, এর আগে জুনিয়র চিকিৎসকরা আরজি কর-কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন।

{link}

তারপর তাঁর পদত্যাগ দাবি করেন তাঁরা। তাঁদের সেই দাবি মেনে নেয় রাজ্য সরকার। পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিনীত গোয়েলকে। এখন দেখার রাজ্যপালের এই প্রশ্নের উত্তর নবান্ন কিভাবে দেয়!

{ads}

news breaking news Mamata Banerjee politics politician R.G Kar tilottama junior doctors সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article