header banner

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে পার্টি অফিসকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে পার্টি অফিসকে কেন্দ্র করে আইএসএফ এবং জমি কমিটির মধ্যে তুমুল সংঘর্ষ। সরকারি জমিতে গড়ে উঠেছে দলীয় কার্যালয়। আর সেই কার্যালয় কে কেন্দ্র করে জমি কমিটি এবং আইএসএফের মধ্যে তুমুল সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। দুই পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে খবর, সাম্প্রতিক ভাঙড়ের কাশীপুর থানা এলাকার শ্যা মনগরে একটি খাস যায়গার উপরে আইএসএফের দলীয় কার্যালয় তথা পার্টি অফিস গড়ে তোলেন স্থানীয় আইএসএফ কর্মীরা। এর বিরুদ্ধে সোচ্চার হন জমি কমিটি এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বিতর্কিত এই দলীয় কার্যালয়কে কেন্দ্র করে আইএসএফ এবং জমি কমিটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো ভাঙড়ের পোলেরহাট-২ অঞ্চলের শ্যা মনগরে। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। 
{link}
জমি কমিটির দাবি, শ্যা মনগরে খাস জায়গায় সব্জী ব্যা বসায়িরা দীর্ঘদিন ধরে ব্যা বসা করে আসছে। আইএসএফ সেই জায়গা দখল করে দলীয় কার্যালয় গড়ে তুলেছে। সব্জী ব্যা বসায়িদের সমস্যার কথা বলতে গিয়ে আইএসএফের কর্মীরা তাদেরকে আচমকাই মারধর করে। উল্টোদিকে আইএসএফের দাবি, জমি কমিটি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তারা তাঁদের কার্যালয় দখল করতে এসেছিল। তৃণমূলের সঙ্গে আঁতাত গড়ে তাঁদের পার্টি অফিস দখল করতে দলবল নিয়ে এসে হামলা চালায়। আইএসএফ কর্মীদের বাজে ভাষায় কথা বলে। গালিগালাজ করা হয়। আইএসএফের কর্মীদেরকে মারধরও করা হয় বলে অভিযোগ। এই নিয়ে এলাকা উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। দুপক্ষের মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে যায় কাশিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই সেখানে পুলিশি টহল শুরু করা হয়েছে। এই বিষয়টি খুঁটিয়ে দেখছে পুলিশ।
{ads}

South 24 parganas Bhangar Kashipur News Clash সংবাদ

Last Updated :