header banner

দক্ষিণ ২৪ পরগনার স্কুলের পড়ুয়াদের পড়াচ্ছেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা, ভাইরাল ভিডিও 

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা:  ‘অ এ অজগর আসছে তেড়ে’, কিম্বা ‘খোকা গেল মাছ ধরতে’ থেকে শুরু করে জাতীয় সঙ্গীত ‘জনগণমন অধিনায়কো জয় হে’ কিম্বা ‘ধনধান্যে পুস্পে ভরা আমাদের এই বসুন্ধরার’ মতো ছড়া, গান শিখছে প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। কিন্তু এতে আর নতুন কি? স্কুলের পড়ুয়ারা স্কুলে এসব শিখবে এটাই তো স্বাভাবিক। কিন্তু বিষয় হল এগুলো যার কাছ থেকে শিখছে এই ক্ষুদেরা তিনি একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। গ্রামের মানুষ তাঁকে পাগল বলেই জানে। রাস্তা দিয়ে গেলে কেউ জল ছিটিয়ে দেয় তো কেউ মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি জানতে পেরে এই মানসিক ভারসাম্যহীন মহিলা, বছর পঁয়তাল্লিশের কনকবালা মাইতির পাশে দাঁড়িয়েছেন বাসন্তীর চুনাখালি হাটখোলা অবৈতনিক প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের পড়ুয়াদের জন্য রান্না হওয়া মিডডে মিলের খাবার থেকে কনকের জন্য দু মুঠো খাবারের ব্যবস্থা করেছেন তাঁরা। পাশাপাশি যাতে কনকের রাতের খাবারের অসুবিধা না হয় সেই দায়িত্বও নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক নিমাই মালি। কিন্তু এ তো গেল একটা দিক, এই মানসিক ভারসাম্যহীন মহিলার জন্য শুধু দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থাই নয়, তাঁকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছেন তাঁরা।
{link}
স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্য করেন, প্রতিদিন খিদের জ্বালায় স্কুলের গেটের সামনে বসে থাকা কনকের সাথে স্কুলের পড়ুয়াদের বেশ বন্ধুত্ব হয়েছে। তাদের সাথে নানা ধরনের খুনসুটি করে সে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের পড়াশুনা ছড়ার মধ্যে দিয়ে ঐ শিশুদের কাছে মাথা নাড়িয়ে নাড়িয়ে শোনায় সে। আর ক্ষুদে পড়ুয়ারা সেগুলি তাঁর সাথেই আনন্দ করে আওড়াতে থাকে। বিষয়টি বেশ কিছুদিন লক্ষ্য করার পর প্রধান শিক্ষক স্কুলের টিফিনের সময় কনককে স্কুলের উঠানে এসে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়াদেরকে পড়ানোর কথা বলেন। সে কথা শুনে ভীষণ খুশি হয় মানসিক ভারসাম্যহীন ঐ মহিলা। এরপর হাত পা নাড়িয়ে কিছুটা ব্রতচারী ভঙ্গিতে ছোট ছোট পড়ুয়াদেরকে ছড়া শোনাতে থাকে সে। পড়ুয়ারাও অত্যন্ত আনন্দের সাথে তাদের প্রিয় কনক দিদির সাথে সেই ছড়া আওড়াতে থাকে। আর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে।
{ads}

south 24 parganas teacher west bengal viral video news সংবাদ

Last Updated :