header banner

মহাসমারোহে ভক্তি ও শ্রদ্ধা সহকারে বিশ্বকর্মা পুজো পালিত রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ মহাসমারোহে বিশ্বকর্মা পুজো পালিত বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরে। প্রতিবছরই প্রথা মেনে পরম ভক্তি ও শ্রদ্ধা অনুসারে বেলুড় মঠের অধীনস্থ এই প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। 'প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট' নামাঙ্কিত রামকৃষ্ণ মিশন সারদা পিঠের অধীনস্থ এই প্রতিষ্ঠানে সূক্ষ্ম এবং ভারী যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া হয়। এক সময় এখানেই টাটা প্রস্তাবিত ন্যানো গাড়ির যন্ত্রাংশ তৈরির ট্রেনিং হতো।

{link}
প্রসঙ্গত উল্লেখ্য, করোনার জন্য দু তিন বছর পুজো ঠিকমতো পালন করা সম্ভবপর হয়ে ওঠেনি। একাধিক বিধিনিষেধের মাঝে বাঁধা পড়েছেল পুজোর উৎসব। কিন্তু এই বছর কেটে গিয়েছে সমস্ত বিধিনিষেধ। করোনার আতঙ্ক কাটিয়ে এবার স্বাভাবিক জীবনে ফিরেছে সাধারন মানুষ। সেই কারনেই এবারে বিধি নিষেধহীন পুজো সাড়ম্বরে পালিত হল রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে। আজ সকালবেলায় শুদ্ধাচারে মঠের মহারাজেরা পূজা করেন। পুজা শেষে প্রসাদ বিতরণ করা হয় উপস্থিত সকলের মধ্যে।
{ads}

news Viswakarma Puja Ramkrishna Mission Belur Math সংবাদ

Last Updated :