নিজস্ব সংবাদদাতা, উত্তরবঙ্গ: শব কাণ্ডে জামিন পেলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অঙ্কুর দাস। রবিবার জলপাইগুড়ি আদালত তার জামিন মঞ্জুর করে। পুলিশ চেয়েছিল আরো পাঁচ দিন তাকে হেফাজতে রাখতে, তবে সেই আবেদন নামঞ্জুর করে আদালত। উল্লেখ্য বিষয়, গত বুধবার অঙ্কুর দাসকে গ্রেফতার করে পুলিশ। যার ফলে গ্রেফতার হওয়ার প্রায় পাঁচ দিন পর জামিন পেল সে।
{link}
জামিন পাওয়ার পর এই বিষয়ে অঙ্কুর দাসের বক্তব্য, পুলিশ প্রভাবশালীদের চাপে পড়ে এই কয়দিন আসল দোষীদের আড়াল দেওয়ার চেষ্টা করছে। তবে জলপাইগুড়ির সাধারণ মানুষ তার পাশে রয়েছে, জলপাইগুড়ির সকল মানুষকে খুব কুর্নিশ। জামিন পাওয়ার পর সরকারি পক্ষের আইজীবি জানান অঙ্কুর দাসের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হয়েছে তার, পুলিশের সম্মতি ছাড়া সে জেলা থেকে বাইরে যেতে পারবে না। সপ্তাহে অন্তত একবার থানায় হাজিরা দিতে হবে।
{link}
প্রসঙ্গত উল্লেখ্য, জলপাইগুড়িতে শব কাণ্ডে ঘটনার দিন লক্ষ্মী দেবী দেওয়ানের শবদেহ বহন করবার জন্য ৩০০০ টাকা চাওয়া হয়েছিল। ১২০০ টাকা দিতে রাজি হলেও শব দেহ বহনে অসম্মতি জানানো হয়। এখন কিন্তু ১৭ টাকা প্রতি কিলোমিটার নেওয়া হচ্ছে। সেই বিষয়টি নিয়েই বিস্তর জলঘোলা শুরু হয়। রীতিমতো লজ্জায় মাথা হেঁট হয়ে যায় প্রশাসনের। যদিও কার দোষ, কে দোষী? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।
{ads}