header banner

ভরা কোটালের কীর্তি!

article banner

পূর্ণিমার ভরা কোটাল তার সঙ্গে আবার চন্দ্রগ্রহণ। ওদিকে বঙ্গোপসাগর দিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল শুরু হয়ে গিয়েছে ওড়িশায়। ভরা কোটালে ক্রমশ বাড়ছে গঙ্গার জলস্তর। প্রায় সাড়ে ১৭.২৪ ফুট উচ্চতা বেড়ে গিয়েছে গঙ্গার। 
হাওড়া সাঁকরাইল সারেঙ্গা হিরাপুর গ্রামে জলমগ্ন প্রায় 300 টি পরিবার তাদেরকে পাশের গ্রামের ইস্কুলেতে স্থানান্তরিত করা হয়েছে বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে এবং জল ডুকছে কোন জায়গায় বাঁধছে আবার কোথাও সুরঙ্গ হয়ে জল ঢুকেছে গ্রামের ভেতরে। প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেয়া হচ্ছে এবং সব সময়ের জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে আবারো ভরা কোটাল এর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং গঙ্গা এই প্রথমবার জলে প্লাবিত হলো হাওড়া সারেঙ্গা সাঁকরাইল এলাকার।

ইয়াসের তাণ্ডবে সাঁকরাইল সারেঙ্গা হিরাপুর গ্রামে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। হু হু করে গ্রামে ঢুকছে জল।  উলুবেরিয়া চেঙ্গাইলও গ্রাম জলমগ্ন। জলমগ্ন সাঁকরাইল থানা, উলুবেরিয়া থানাও।

{ads}
 

Yash Cyclone Vora Kotal Howrah Sankrail Ganga West Bengal 26th May India সংবাদ ভরা কোটাল

Last Updated :