header banner

Kakdwip : ভোটার তালিকায় কারচুপি, সাসপেন্ড অফিসার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভোটার তালিকায় গন্ডগোল নিয়ে দীর্ঘদিন ধরেই বহু অভিযোগ বিরোধী দলগুলোর। ভোটার তালিকায় নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে কারচুপির অভিযোগ।  কাকদ্বীপ মহকুমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, অবৈধভাবে লগিং আইডি হ্যাক করে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে।

{link}

অভিযুক্ত আধিকারিকের নাম অরুণ গোরাই। মূলত বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ ছিল, ভোটার তালিকায় বেশ কিছু নাম অদ্ভুতভাবে উঠে যাচ্ছে। একই সঙ্গে নাম বাদও চলে যাচ্ছে। কাকদ্বীপের অভিযোগ সবথেকে বেশি ছিল। তদন্তে নেমে অভিযোগের সত্যতা খুঁজে পান জেলাশাসক। দেখা যায়, অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার অরুণ গোরাই ERO-র নির্দিষ্ট সিস্টেমে লগিং করে নাম তুলেছেন বাদ দিয়েছেন। সাধারণত ERO ছাড়া কেউ নাম তুলতে কিংবা বাদ দিতে পারেন না।

{link}

তদন্তে ধরা পড়ার পর তিনি অনেকবার ক্ষমা চেয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন তাঁকে সাসপেন্ড করেছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের সামাজিক মাধ্যমে তিনি তা পোস্ট করে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

{ads}

News Breaking News Kakdwip সংবাদ

Last Updated :