header banner

তিলোত্তমার ঐতিহ্যে তুলির ছোঁয়া

দেশের দ্বিতীয় প্রাচীন ট্রাম ব্যাবস্থার খেতাব নিয়ে গর্বের সাথে শহরকে অলঙ্কারিত করেছে কলকাতার টাম। বহু ঐতিহ্য মাখা স্মৃতি জড়িয়ে রয়েছে কলকাতার ট্রাম চলাচলের সাথে। তিলোত্তমার সেই ঐতিহ্যকেই আরও একধাপ এগোতে রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে এবার দ্রুত চালু হতে চলেছে এক অভিনব ট্রাম। যেখানে নবীন এবং প্রবীণ উভয় শিল্পীরাই নিজেদের শিল্পকার্য তুলে ধরতে পারবেন সাধারণ মানুষের সামনে। {ads}
নোনাপুকুর ট্রাম ডিপোর ওয়ার্কশপে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের শিল্পীরা এই অভিনব ট্রামের ভিতর এবং বাইরেটা বিভিন্ন কিংবদন্তি শিল্পীর আঁকা ছবি দিয়ে সাজিয়েছেন। এই চলমান আর্ট গ্যালারির মাধ্যমে বহু নবীন চিত্র শিল্পীরা নিজেদের প্রতিভার প্রদর্শনের এক মঞ্চ খুঁজে পেতে পারেন। শহরের প্রায় প্রতিটি প্রান্তেই দেখা মিলতে চলেছে এই আর্ট গ্যালারির। বাংলার অলঙ্কারগুলিকে সঙ্গবন্ধভাবে তুলে ধরার উদ্দেশ্যে এই ব্যাবস্থা রাজ্য পরিবহন দপ্তরের। রাজ্যের বিভিন্ন চিত্রশিল্পীরা এই ট্রামটি ভাড়া নিয়ে নিজেদের প্রতিভার প্রকাশ করার সুযোগ পাবেন। একদিনের জন্যে ভাড়া ধার্য করা হবে ৩৬০০ টাকা। তবে, দুদিনের জন্যে খরচ পরবে ৬০০০ টাকা এবং তিনদিনের জন্যে পরিষেবা মিলবে ৮০০০ টাকায়। ফলে, বেশ যুক্তিসম্মত খরচের মধ্যেই উপভোগ করা যাবে এই ট্রাম আর্ট গ্যালারিটির। সাধারণ দর্শকদের জন্যে ভাড়া ধার্য করা হয়েছে ৬ টাকা করে। অন্যদিকে, চ্যারিটেবেল সংস্থা এবং শিক্ষানবিশেরা নিজেদের পরিচয়পত্র দেখানোর মাধ্যমে পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। 
পরিবহন সূত্রে খবর, এসপ্ল্যানেড, শ্যামবাজার ও গড়িয়াহাট  ডিপোতে একদিন অন্তর করে বেশ কিছুক্ষণ দাঁড়াবে এই আর্ট গ্যালারি। তবে, সেটা প্রতিদিনও দাঁড়াতে পারে বলে জানিয়েছেন তারা। ফলে স্বাভাবিকভাবেই নবীন এবং প্রবীণ শিল্পীদের প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে এই ট্রাম আর্ট গ্যালারি বেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদী দপ্তরের প্রত্যেকেই। তাই নিঃশ্বন্দেহে বলা যায়, দর্শকদের সামনে নিজের প্রতিভা তুলে ধরার এক মোক্ষম সুযোগ পেতে চলেছেন রাজ্যের চিত্রশিল্পীরা। {ads}
 

WBTC Tram Service Kolkata Art Gallery Splanade Nonapurur Tram Depot West Bengal Transport Shyambajar Gariahat West Bengal

Last Updated :