নিজস্ব সংবাদদাতা,নদীয়াঃ আর্থিক অনটনে আচ্ছন্ন পরিবার,তাই পরিবারকে কিছুটা সবল করে তোলার তাগিদে ৪ মাস আগে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন সুমনবাবু। কিন্তু বর্তমানে ইউক্রেনের ঘটনায় ঘুম উড়েছে অধিকারী পরিবারের। প্রায় দুই দিন ধরে বন্ধ খাওয়া দাওয়া। যতক্ষণ না ঘরের ছেলে ঘরে ফিরছে ততক্ষণ দুশ্চিন্তা কাটছে না তাদের।
{link}
নদীয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা সুমন অধিকারী (৩১)। বাড়িতে রয়েছে স্ত্রী একটি ছোট সন্তান এবং বৃদ্ধা শাশুড়ি। বাবা মা মারা গেছেন অনেকদিন আগেই। কোনরকমে সংসার চলত তাদের। কিন্তু বাড়িতে থেকে যা উপার্জন হতো তাতে আর্থিক অনটন লেগেই থাকত নিত্যদিন। কিছুটা আর্থিক দিক থেকে সফল হওয়ার নেশায় গত চার মাস আগে ডেলিভারি বয়ের কাজে গিয়েছিলেন ইউক্রেনে। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ইউক্রেনের ঘটনা ঘুম কেড়ে নিয়েছে সুমন অধিকারীর স্ত্রী সহ তার পরিবারের সদস্যদের।
{link}
সুমন অধিকারীর স্ত্রী জানাচ্ছেন, তার সঙ্গে ফোনে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে। ইউক্রেন ছেড়ে সুমন আপাতত পোল্যান্ডে রয়েছে। কিন্তু যতক্ষণ না সুমনবাবু বাড়ি ফিরছেন ততক্ষণ তারা চিন্তায় কিছুই খাওয়া-দাওয়া করতে পারছেন না। এ অবস্থায় এইসব পরিবারের দিকে তাকিয়ে সরকার কী পদক্ষেপ নেয় সেই অপেক্ষায় রয়েছেন হাজার হাজার ভারতীয় পরিবার।
{ads}