header banner

পানীয় জলের অভাব, প্রতিবাদে আসানসোলের মহিলারা

article banner

পানীয় জল পাওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার লেফট ব্যাংক,নিউ কলোনি,হদলা,নতুনপাড়ার সমস্ত মহিলারা একত্রিত হয়ে পি.এইচ.ই গেটের সামনে দেন্দুয়া-কল্যানে শ্বরীর মুখ্যরাস্তা অবরোধ করে। দেন্দুয়া কল্যানেশ্বরীর মুখ্যরাস্তার উপর বাল্টি হাতে বিক্ষোভ সামিল হন ওনারা। তাদের অভিযোগ কল্যানেশ্বরী,  নতুনপাড়া, লেফট ব্যাংক, হদলা,  নিউ কলোনি প্রভৃতি গ্রামের মানুষ পানীয় জল পাচ্ছে না, আর সেইসব অঞ্চলের জল অনান্য শহরের  কারখানা ও লোকালয় গুলিতে দেওয়া হচ্ছে। প্রায় ৭ থেকে ৮ বছর কিম্বা তার বেশি সময়ে ধরে বসবাস করছে অনেক পরিবার কিন্তু তাদের এখনো পানিয় জলের কন সুরাহা হয়নি। স্থানীয় এলাকাবাসীদের দাবি তারা অনেক দিন ধরে এই পানীয় জলের জন্য লড়াই চালাচ্ছেন, প্রায় একাধিকবার তারা পি.এইচ.ই- এর কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন কিন্তু তা সত্তেও এর কোন সুরাহা হয়নি। পানীয় জলের লাইন বলতে একটি মান্ধাতা আমলের পাইপলাইন আছে যা দিয়ে জল পরেনা ঠিক মতো। অনেক হয়েছে, তাই তারা এবার ঠিক করেছে, যেকোনো প্রকারে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে যতদিন না তাদের কাছে পানীয় জলের কোন সুরাহা হচ্ছে। 

তাদের এই বিক্ষোভের পরিস্থিতি প্রায় বেসামাল হয়ে ওঠে, প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পর কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ও চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যার কথা শুনে পি.এইচ.ই আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং  ফোনের মাধ্যমে স্থানীয় মহিলাদের সঙ্গে আধিকারিকের কথা বলান। ফোনের মাধ্যমে পি.এইচ.ই আধিকারিক আশ্বাস দেন আজ থেকে ওই অঞ্চলে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করা হবে এবং গত সাত দিনের মধ্যে  জলের সমস্যার সমাধান করা হবে। এই আশ্বাস পেয়ে বিক্ষোভ কারীরা বিক্ষোভ তুলেনেন।

বিক্ষভের ফলে ওই অঞ্চলে চাঞ্ছল্য সৃষ্টি হয়েছিল ঠিকিই কিন্তু পুলিশ পরিস্থিতি সামলে দিয়েছেন শুধু তাই নয় ওদের সমস্যারও সমাধানের ব্যাবস্থা করে দিয়েছেন। জল ছাড়া জীবন অচল। সেই জল যদি সঠিক মত পাওয়া না যায় তাহলে বিক্ষোভ করাটাই স্বাভাবিক। 
  


{ads}

Water Crisis Demanding Drinking Water Protest For Water Women Community Protest With Buckets Asansole Salanpur West Bengal India

Last Updated :