header banner

জলমগ্ন এলাকা, ডুবেছে পানীয় জলের কল, অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিন ২৪ পরগনা

article banner

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন সহ দক্ষিন ২৪ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের কারণে জল জমতে শুরু করেছ জমি থেকে শুরু করে খেলার মাঠ সর্বত্র। টানা বৃষ্টিতে আপাতত চাষের কাজে স্বস্তির ছায়া দক্ষিণ ২৪ পরগনায়। অন্যদিকে রাস্তা ঘাট জল জমে যাওয়ায় দেখা দিয়েছে সাধারণ মানুষের ভোগান্তি। স্কুল কলেজ গুলিতে উপস্থিতি হার যথেষ্টই কম। 

{link}
বজ্র বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল দক্ষিণ ২৪ পরগনার বিস্তর্ণ অংশ। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। জলমগ্ন হয়ে পড়েছে জেলার শহরতলিগুলিও। জমা জলে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। গ্রামীণ এলাকায় ডুবেছে পুকুর ও চাষের জমি। আমন ধান, মরসুমি সবজি ও মাছ চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টিতে মাটির বাড়িগুলি নড়বড়ে হয়ে পড়েছে। ভেঙে পড়তে পারে একাধিক বাড়ি। প্রয়োজনে ফ্লাড সেন্টার বা কাছাকাছির স্কুলে স্থানান্তর করা হবে এলাকাবাসীদের। 

{link}
বৃষ্টির পাশাপাশি বুধবারও কোটালের জেরে সুন্দরবনে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। মাটির বাঁধগুলি দুর্বল থাকায় যে কোন মুহূর্তে ফাটল দেখা দিতে পারে। সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। পর্যটনকেন্দ্র বকখালি ও গঙ্গাসাগরে সমুদ্রে নামতে দেওয়া হবে না পর্যটকদের। বেলা বাড়লে জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে। প্রতিটি ব্লকের ক্ষয়ক্ষতির তালিকা তৈরীর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ব্লকগুলিতে কন্ট্রোলরুম খোলা আছে। দুর্গতদের তার্পোলিন ও শুকনো খাবার বিলি করা হবে।
{ads}

news weather rain south 24 paragana West Bengal সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article