নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ "যদি ২৪শে'র লোকসভা নির্বাচনে বাংলা থেকে আমরা মমতাকে ৪২টা আসন দিতে পারি তাহলে দিল্লির মসনদে মমতাকে বসিয়ে নরেন্দ্র মোদিকে আমরা গুজরাটে পাঠিয়ে দেব।" দলীয় কর্মীদের উজ্জীবিত করতে বিস্ফোরক মন্তব্য হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষের। বুধবার হাওড়ার ডোমজুড়ের বেগড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনী ও তৃণমূল মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে এক কর্মসূচিতে এসে মঞ্চে বক্তব্য রাখার সময় একথা বলেন হাওড়া সদর কেন্দ্রের তৃণমূল সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।
{link}
এদিন তার মন্তব্য থেকে একের পর এক বাক্যবান ছুটে আসে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর অনেক চেষ্টা হচ্ছে। কিন্তু তিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছেন। মমতাকে সামনে রেখেই ভারতবর্ষের বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা লড়াই শুরু করছেন। আগামী ২০২৪শে আপনারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করুন। তাহলেই বাংলায় যে ৪২টা আসন আছে তা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিতে পারি তাহলে মমতাকে আমরা দিল্লির মসনদে বসিয়ে নরেন্দ্র মোদিকে আমরা গুজরাটে পাঠিয়ে দেব। এই প্রতিজ্ঞা আমাদের সকলকে নিতে হবে। দেশের মানুষও আজ কন্যাশ্রী চায়, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার চায়। বাংলার মানুষ উৎকর্ষ বাংলা চায়। এখন দেখার বিষয়, সত্যিই কি বাংলার দিদি, মোদীর যায়গা নিতে পারবেন?
{ads}