header banner

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে শিতের পরিস্থিতি রাজ্যে

article banner

পূর্বানুমান মতোই শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন রাজ্যে। রাতের তাপমাত্রা তীব্র গতিতে কমতে শুরু করবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। সপ্তাহান্তে পারদ নামার সম্ভাবনা ৪ থেকে ৬ ডিগ্রী পর্যন্ত।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রী, স্বাভাবিকের থেক ২ ডিগ্রী বেশী। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রী, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশী। বাতাসে জলীয় বাস্পের সর্বোচ্চ পরিমান ৯৫ শতাংশ। আজ সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে আকাশ পরিস্কার হয়ে যায়। আগামী ৪৮ ঘন্টাতেও সকালে কুয়াশা থাকবে পরে বেলার দিকে সম্পূর্নভাবে পরিস্কার হয়ে যাবে আকাশ। কোথাও কোথাও চোখে পড়তে পারে আংশিক মেঘলা আকাশ। 
উত্তর ও পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা নামতে পারে ৩ ডিগ্রী পর্যন্ত। মধ্য ভারতে ৩ থেকে ৫ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা নামার পূর্বাভাস। দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে শৈতপ্রবাহের সতর্কতা। উত্তর-পশ্চিম ভারতের এই শীতল হাওয়া বাংলার বুকেও বয়ে আনবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি। অন্যদিকে দক্ষিন ভারতের তামিলনাড়ু, পন্ডিচেরি করাইকল ও লাক্ষাদ্বীপে আগামী কইয়েক দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  
{ads}

Weather Winter Cold Kolkata West Bengal India

Last Updated :