শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: গত বিধানসভা নির্বাচনে বাংলার অনেক সিটে বিজেপি মাত্র ১ হাজার থেকে ১৫ হাজার ভোটে হেরেছে। সেই সিটের দিকে বিশেষ নজর দিতে চাইছে বিজেপি। বঙ্গের এক শীর্ষ নেতা জানান, সম্ভাবনাময় বিধানসভা আসনের সংখ্যা একশোর বেশি। কিন্তু গতবার হাতে বেশ কয়েকটি আসন হাতছাড়া হতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। তবে কলকাতা ও আশেপাশের জেলা থেকে বেশকিছু আসন এবার ছিনিয়ে আনা সম্ভব বলে মনে করা হচ্ছে। তবে সবটাই নির্ভর করছে চূড়ান্ত ভোটার তালিকার ওপর। কারণ চূড়ান্ত ভোটার তালিকায় কোন আসন থেকে কত ভোটার বাদ গেল এবং জনবিন্যাস কি অবস্থায় দাঁড়াল তার উপরেই সবকিছু নির্ভর করছে।
{link}
এখনই হিসেবনিকেশ শেষ করা সম্ভব নয়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর রাজ্য নেতাদের সঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্ব বৈঠক করে পরিস্থিতির ফের পর্যালোচনা করবে বলে জানিয়েছেন রাজ্যের ওই শীর্ষ নেতা। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী। তিনি ঘুরে এলেই পর্যালোচনা বৈঠক হবে বলে জানান তিনি। রাজ্যের সব বুথে বিএলএ দিতে পারেনি দল। বিশেষ করে ১০০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত বুথে। তবে এমন অনেক বুথ রয়েছে যেখানে কর্মী থাকা সত্বেও বিএলএ দেওয়া যায়নি। সেখানে কর্মীদের পুরনো ভোটার তালিকা রাখতে বলা হয়েছে। খসড়া তালিকা প্রকাশ হলেই মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
{ads}