শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রাজ্য স্বাস্থ্য বিভাগের নতুন বৈপ্লবিক কাজ। প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিষেবাকে। চলমান হাসপাতাল বা হসপিটাল অন হুইলস পরিষেবা শুরু করতে দক্ষিণ ২৪ পরগনা ও ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা মোট ১৮টি গাড়ি পেতে চলেছে। এই ভ্রাম্যমাণ গাড়িগুলি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা দেবে। স্বাস্থ্যবিভাগের কর্তারা মনে করছেন, এতে প্রান্তিক এলাকার মানুষ উপকৃত হবে। ছোটখাট প্রয়োজনে পরীক্ষার জন্য তাঁদের আসতে হবে না হাসপাতালে। জানা গিয়েছে, এই জেলায় ২৯টি ব্লকের মধ্যে ১৬টি দক্ষিণ ২৪ পরগনা এবং ১৩টি ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় রয়েছে। সেই মতো দুই জায়গায় যথাক্রমে ১০ এবং ৮টি গাড়ি বরাদ্দ করেছে স্বাস্থ্য দফতর।
{link}
এই গাড়িতে রক্তের বিভিন্ন পরীক্ষার জন্য ল্যাবরেটরি থাকবে। ইসিজি, ইউএসজির পরিষেবাও পাবেন রোগীরা। গ্রামের ভৌগোলিক অবস্থান বুঝে গাড়িগুলিকে পাঠানো হবে। যেসব জায়গা থেকে মানুষজনকে অনেকটা পথ পেরিয়ে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসতে হয়, সেই এলাকাগুলিকে প্রাধান্য দেওয়া হবে। কোথাও দু’টি ব্লকে পিছু একটি গাড়ি থাকবে, কোথাও আবার তিনটি। গাড়িগুলি আপাতত সপ্তাহে দু’দিন করে ঘুরবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে।
{ads}