header banner

১লা জুন থেকে শুরু মাধ্যমিক, পরিবর্তিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচী

article banner

অবশেষে পরিক্ষার্থীদের অপেক্ষার অবসান। শনিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ঘোষনা করা হল মাধ্যমিক পরীক্ষার সূচী। পরীক্ষা শুরু ১ই জুন, ২০২১ থেকে,চলবে ১০ ই জুন পর্যন্ত। ১ ও ২ তারিখ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ভাষার পরীক্ষা। তারপরে ৩ তারিখে ভূগোল, ৫ তারিখে ইতিহাস, ৭ তারিখে অঙ্ক, ৮ তারিখে জীবন বিজ্ঞান, ৯ তারিখে ভৌত বিজ্ঞান ও ১০ তারিখে ঐচ্ছিক বিষয় হয়ে শেষ পরীক্ষা। গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচী। তারপরেই আজ শনিবার প্রকাশ পেল মাধ্যমিক পরীক্ষার সূচী। 

কোভিডের কারনে কার্যত সম্পূর্ন ভাবে বদলে গেছে পরীক্ষা ও পড়াশোনা সহ শীক্ষাবর্ষের ছবি। লকডাউনের কারনে প্রায় সাত মাস ধরে বন্ধ রয়েছে স্কুল ও কলেজ। বিগত কয়েক মাস যাবৎ ক্লাস হচ্ছে অনলাইনে। তাই পরিস্থিতির উপর নজর রেখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদ উভয়ের পক্ষ থেকেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। সেইমতোই মাধ্যমিক শুরু ১ই জুন ও উচ্চমাধ্যমিক শুরু হবে ১৫ই জুন। কিন্তু আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন হয়ত পরিবর্তন করা হতে পারে উচ্চমাধ্যমিক ২০২১-এর সূচী। কারন সংসদের পক্ষ থেকে ১৫ই জুন থেকে ৩০শে জুন পর্যন্ত যে পরীক্ষার সূচী প্রকাশ করা হয়েছে। ৩০ শে জুন হুল দিবস পালিত হয় দেশজুড়ে। আর সূচী অনুযাই ৩০ শে জুন পরীক্ষা রয়েছে সংখ্যাতত্ব, ভূগোল, হোম ম্যানেজমেন্ট, কস্টিং ও ট্যাক্সেশনের। আজ শিক্ষামন্ত্রী জানিয়েছেন উৎসবের দিন পরীক্ষাগ্রহনের পক্ষপাতী নয় সরকার, তাই ওই পরীক্ষাগুলি অন্যদিন গ্রহন করার অনুরোধ জানিয়েছেন তিনি। শেষ বারে করোনা পরিস্থিতির কারনে শেষ করা সম্ভব হয়নি উচ্চ মাধ্যমিক। সেক্ষেত্রে পরিস্থিতির উপর নজর রেখে পরীক্ষার্থিদের নম্বর দিয়ে রেজাল্ট বের করা হয়। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। এবার যেন সব কিছু আবার আগের মতোই স্বাভাবিক ভাবেই সম্পন্ন হয়, তাই চাইবেন অভিভাবক সহ শিক্ষার্থী ও শিক্ষাকর্মীরা। 
{ads}

West Bengal Secondary Education West Bengal Higher Secondary Education Examination 2021 West Bengal Board of Secondary Education West Bengal Council of Higher Secondary Education West Bengal Ind

Last Updated :