header banner

পশ্চিম মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরন, গুরুতর আহত ২

article banner

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। আগুনে ঝলসে গুরুতর আহত দুইজন। বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় এখনও। এলাকায় তুমুল আতঙ্ক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় থানার তিন নম্বর নারমা অঞ্চলের তুঁতরাঙ্গা গ্রামে। আহতদের নাম বলাই মান্না ও বুদ্ধদেব মান্না। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর নাগাদ ওই গ্রামের ভিতর বিকট আওয়াজ পান এলাকার মানুষজন। তারপর কান্নার আওয়াজ শুনে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর বলাই মান্নার বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বলাই মান্না পড়ে রয়েছে। আহত হন তাঁর ছেলেও। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও এই এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নারায়ণগড় থানার পুলিশ ও এসডিপিও।
{link}
এলাকাবাসিরা জানান যে এনারা কোন রাজনৈতিক দলের সদস্য নন। বলাই মান্না বাজি সাপ্লাই করত বিয়েবাড়ি যাতিও অনুষ্ঠানে। তারা বেআইনি বাজি বানাতে গিয়েই হয়ত এই বিস্ফোরন ঘটে। তবে এলাকাবাসীরা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান পুলিশের কাছে। এলাকার বিধায়ক, সূর্যকান্ত আঢ্য-র ও একই দাবি পুলিশের কাছে। যদিও বিরোধী শিবিরের অভিযোগ, এর পিছনে শাষকদের কোন বড়ো চক্রান্ত রয়েছে।
{ads}

Medinipur West Bengal Firecracker Explosion Illegal News সংবাদ

Last Updated :