header banner

Raidighi : ট্রলার ডুবির নেপথ্যে কী? তদন্তে পুলিশ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার হঠাৎ রায়দিঘিতে (Raidighi) একটা ট্রলার ডুবি ঘটে। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। জানা গিয়েছে, এফবি মা অন্নপূর্ণা নামের ট্রলারটির তলায় কোন কারণে ছিদ্র হয়ে যায়। এরপর সেখান থেকে জল ঢুকতে শুরু করে এতেই বাধে বিপত্তি। ট্রলারের মধ্যে জল ঢুকে ট্রলারটি ডুবে যায়।

{link}

জেটিঘাটের ৫০ মিটারের মধ্যে এই ঘটনা ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি‌। সোমবার সকালে মৎস্যজীবীরা ঘাটে আসলে ট্রলারটি জলে ডোবা অবস্থায় দেখতে পায়। এরপর খবর যায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘি থানায়। বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা করা হচ্ছে।

{link}

তবে বেশ কিছু মৎস্যজীবীর দাবি, ট্রলারটি ভাটার সময় জেটির কাছে ছিল। এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এদিকে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে ট্রলারটি সরানোর জন্য বলা হয়েছে। কারণ এখানে আরও অনেক ট্রলার এসে দাঁড়ায়। দ্রুততার সঙ্গে কাজ করা না হলে সমস্যা হবে। সেজন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তারাও।

{ads}

 

News Breaking News South 24 Parganas Raidighi সংবাদ

Last Updated :