header banner

ভারত-অস্ট্রেলিয়ার আপডেট কি?- সোমবার বারুইপুর আদালতে খোশমেজাজে নওসাদ

article banner

নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: গারদের পিছনে, তবুও বেশ খোশ মেজাজে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। চার দিনের পুলিশ হেফাজত শেষে আজ আবারও আইএসএফ বিধায়ককে বারুইপুর মহকুমা আদালতে তোলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। সেই সময়েই আদালতে ঢোকার মুখে রীতিমতো খোশমেজাজে দেখা যায় ভাঙড়ের বিধায়ক কে। নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আপডেট কি? তা জানানোর জন্য। ঠিক সেই সময়েই নওশাদ সিদ্দিকীর হাত ধরে তাকে নামার জন্য বলেন বারুইপুর থানার আইসিস সৌমজিৎ রায়।  অবাক দৃষ্টিতে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে নওশাদের কৌতুহলী প্রশ্ন, পার্থ বাবু হলে কি হাত ধরতে পারতেন? তার মধ্যে সন্তোষের মধ্যেও যে সামান্য ক্ষোভ রয়েই ছে তা আড়ালে আবডালে স্পষ্ট হচ্ছেই বটে। কিন্তু মুক্তি মিলবে কবে? সেটাই এখন প্রশ্ন। {ads}

news Naushad Shiddique Baruipur West Bengal সংবাদ

Last Updated :